৬ নভেম্বর ২০২৫

‘বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রাম’র স্থায়ী ক্যাম্পাস এখন সময়ের দাবি’

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের আইন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজ চট্টগ্রাম’র স্থায়ী ক্যাম্পাস এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন।

তিনি বলেন, প্রাচীনতম এই বিদ্যাপিঠের শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাসরুম সংকট ও নানা সংস্কারসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। স্থায়ী ক্যাম্পাসের জন্য অনেক আগে থেকে কাজ করছি, কিন্তু নানা জটিলতায় তা ভেস্তে গেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু এবার আপনারা সোচ্চার, তাই আপনাদের সাথে নিয়ে এবার মাঠে নামব। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির সাবেক এই শিক্ষার্থী।

শুক্রবার বিকালে নগরীর ফয়ে’স লেক সি-ওয়ার্ল্ডে বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রামের (সেশন- ২০২০-২১) শিক্ষার্থী ও স্টুডেন্ট প্যানেলের আয়োজনে ঈদ পুণর্মিলনী ও আনন্দ আয়োজনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক জিয়াউল হক ইমন। উত্তম দে ও মো. মহিউদ্দিনের (রিমন) যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাদেকা খানম, রামপদ দাস, এ এম দস্তগীর, আব্বাস উদ্দিন মানিক ও সঞ্জয় দাস, রাশিদুল হাসান, মঈন উদ্দিন, শাহিন সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ল’টেম্পল’র স্থায়ী ক্যাম্পসহ শিক্ষা সুষ্ঠু পরিবেশ দরকার। প্রয়োজনে দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করব। পরবর্তীতে দাবি পূরণ না হলে দাবি আদায়ে শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধনসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আয়োজনে বিশেষ অবদানের জন্য ফারজানা আফরোজসহ ৫ শিক্ষার্থীকে স্টুডেন্ট প্যানেলের পক্ষে থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

প্রায় ৬০জন শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, আড্ডা, নাচ, গান ও ওয়াটার পার্কে বিভিন্ন রাইডে চড়াসহ ব্যতিক্রমী আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিল বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এই আইন কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ