২৪ অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

বাংলাধারা প্রতিবেদন »

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা কমিটি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর সিআরবি শিরিষতলায় কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি আছিফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়াসহ আরও উপস্থিত ছিলেন নোমান অপু, আকাশ ইকবাল, আবু রায়হান বিপু, আহমেদ নিশাদ, কাজী আবির, সাজ্জাদ বাবু, মোদাচ্ছের ইসলাম মুন, সৌরভ সেন, মোজাম্মেল ইসলাম সান, রবিউল হোসেন, আবু বক্কর সিদ্দিক, বেলাল হোসেন, এহসানুল হক, মোরশেদ আলম অর্ক, কাজি আছিফ,আবু সাঈদ জিসান, রাফি, ফারাবি, আলী, জাওয়াদ, প্রলয় দাশ ও মিলাদ।

বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতা অর্জন করা গেলো বলেই অর্থনৈতিক উন্নতি-সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তিনি বাংলাদেশের করোনা মোকাবেলা ও দেশের উন্নয়নে অগ্রযাত্রার পথিকৃত হিসেবে বিশ্ব দরবারে রোল মডেলের স্বীকৃতি পেয়েছেন। যা আমাদের জন্য বড় অর্জন।

বাংলাধারা/এআই

আরও পড়ুন