১৬ ডিসেম্বর ২০২৫

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর ও সমমনা সংগঠনের মানববন্ধন

বাংলাধারা প্রতিবেদন  »

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলার মুখ, গ্রুপ থিয়েটার ফোরাম, আবৃত্তি জোট চট্টগ্রাম, নজরুল শিল্পী সংস্থা, নৃত্যশিল্পী সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁন্দগাও থানা, আকবরশাহ্ থানা, বায়েজিদ থানা সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের এবং মৌলবাদী গোষ্ঠির ষড়যন্ত্রের প্রতিবাদে সম্মিলিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমিনুল হক বাবু। সঞ্চালনা করেন নাট্যজন সাইফুল আলম বাবু।

এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাংসদ সাবিহা মুছা, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, এড. রেহানা বেগম রানু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, জয়ন্তি লালা, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সঞ্জীব বড়–য়া।

আরো বক্তব্য রাখেন উম্মে হাবিবা আখি, সায়রা বানু রৌশনী, জোটের মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ্উদ্দিন, কল্পনা লালা, অঞ্চল চৌধুরী, দীপেন চৌধুরী, মোসলেম উদ্দিন সিকদার, মো: সাহাবুদ্দিন, আব্দুল হালিম দোভাষ, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক হোসাইন কবির, মো: জাহাঙ্গীর আলম, শরফুদ্দিন চৌধুরী রাজু, আসাদুজ্জামান খান, মিলি চৌধুরী, নেছার আহমেদ খান, জসিম উদ্দিন মিঠু, শাখাওয়াত হোসেন শাকু, আলহাজ্ব আবু ছিদ্দিক।

বক্তব্য রাখেন মিজানুর রহমান, আব্দুল হালিম, দিদার হোসেন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আমিনুল নিজামী রিফাত, ওয়াহিদুল আলম, মাকসুদুর রহমান মাসুদ, অভ্র ঘোষ, ডা: নাহিদ ইমতিয়াজ, তামজিদ মাজহাব, মোঃ সাদ্দাম হোসেন, মো: জুয়েল, মো: রফিকুল আলম, মীর রেজওয়ান টিপু, মানষ শেখর, নুরুদ্দিন আবু, সৌমেন তালুকদার প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ