বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া নাম।
রবিবার (১১ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়ে তিনি বলেন, ২৩ থেকে ২৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আর এই ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ মে-র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে।
পলাশ আরও জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে প্রাথমিক বিশ্লেষণে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগে আঘাত হানার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, এটি এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব না হলেও আবহাওয়ার চলমান প্রবণতা বিশ্লেষণ করে এই আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে পূর্বাভাস হালনাগাদ করা হবে।
এআরই/বাংলাধারা