বাংলাধারা প্রতিবেদন »
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন থেকে আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে । বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ।
বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এসএম জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান,সেন্টমার্টিনের স্থলভাগ থেকে মুমূর্ষু অবস্থায় আরও একজন রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয় । ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৩ জনকে।
উল্লেখ্য, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ থেকে সাগর উপকূল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের থেকে ৩-৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। ট্রলারে ১৩৮ জন যাত্রী ছিল । এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এ
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ দালালকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাধারা/এফএস/টিএম













