২৫ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে ১৩ মাঝি-মাল্লা নিয়ে ট্রলার নিখোঁজ

আনোয়ারায় বঙ্গোপসাগর উপকূলের গহিরা সরেঙ্গা ঘাট থেকে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে ‘মা জননী’ নামের একটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে গিয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে সরেঙ্গা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্য রওনা দেয় ট্রলারটি। নিখোঁজ ট্রলারটি খুঁজতে উপকূল থেকে আরো দুইটি ট্রলার পাঠানো হলেও নিখোঁজ ট্রলারটির কোনো সন্ধান পাননি তারা।

ট্রলারের মালিক মো. নিজাম উদ্দিন জানান, ট্রলার রওনা দেওয়ার সময় সপ্তাহ-পনের দিনের খাবার ট্রলারে দেওয়া হয়। বুধবার রাতে রওনা দেওয়ার পর শুক্রবার তারা আমাদের সাথে যোগাযোগ করে। তারা তখন জানিয়েছিলেন ট্রলারের ইঞ্জিনের সমস্যা হয়েছে। এ কারণে ট্রলার চলছে না। তারা এখন পানিতে ভাসতেছে। তাদের উদ্ধার করতে আমরা আরো একটা ট্রলার পাঠাই। ট্রলারটি তিনদিন ধরে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি বলে জানায়। বিষয়টি আমরা নৌ-পুলিশকে জানিয়েছি।

গহিরা নৌ-ফাঁড়ির কর্তব্যরত অফিসার মো. ফারুক  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা গত কয়েকদিন ধরে নির্বাচনের ডিউটিতে রয়েছি। বিষয়টি আমরা বিভিন্ন স্থানে জানিয়েছি যাতে কেউ খবর পেলে আমাদেরকে জানায়।

আরও পড়ুন