২৪ অক্টোবর ২০২৫

বছরের প্রথম নিলামে উঠছে ৬৪ লট পণ্য

বাংলাধারা প্রতিবেদক »

নতুন বছরের প্রথম নিলাম আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গত ১৬ জানুয়ারি থেকে বছরের প্রথম নিলামকে কেন্দ্র করে ঢাকা এবং চট্টগ্রাম থেকে দরপত্র সংগ্রহ করছে বিডাররা। এই নিলামে ৬৪ লট পণ্যর মধ্যে চাহিদা অনুযায়ী বিড করতে পারবেন তারা। আগামী ২০ জানুয়ারি দরপত্র দাখিলের শেষ সময় এবং দরপত্র খোলা হবে আগামী ২৩ জানুয়ারি।

গত বছরে অনুষ্ঠিত হওয়া নিলামে বিলাসবহুল গাড়ি নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও তেমন আগ্রহ দেখা যায়নি দরপত্র সংগ্রহকারীদের মধ্যে। তবে এবারের নিলামে ৬৪ লট পণ্য নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে বলে জানায় কে এম কর্পোরেশন।

৬৪ লট পণ্যের মধ্যে রয়েছে গাড়ি, ক্যামিকেল, ফুড স্টাফ মেশিনারজি, মোটর পার্টস, আইরন, স্টিল স্ক্রেপস, টেক্সটাইলস ফেব্রিকস, গ্লাসওয়ার, পেপার, প্লাস্টিক প্রোডাক্টসহ অন্যান্য আরো পণ্য। দেশের প্রাপ্ত বয়স্ক যে কোনো নাগরিক দরপত্র সংগ্রহ করে এসব পণ্যগুলা বিড করে নিতে পারবেন।

পণ্য বিড করার সময় নির্ধারিত পণ্যের ১০% মূল্য যেকোনো ব্যাংক শাখায় জামানত হিসেবে জমা দিতে হবে। বিডারকে ১২ দিনের ভিতর পণ্য ছাড় করিয়ে নিতে হবে। ১২ দিন অতিবাহিত হয়ে গেলে এসি বা ডিসি বরাবর আবেদন করে ৫ দিন সময় বাড়িয়ে দিতে পারবেন। নিলামকৃত কোনো পণ্য মামলার কারণে বিডার যদি ছাড় করাতে না পারে ছয় মাসের ভিতর জামানতের অর্থ ফেরতের জন্য আবেদন করতে হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহযোগী ব্যবস্থাপক মেসার্স কে এম কর্পোরেশনের মোর্শেদ বাংলাধারাকে জানান, প্রথমে ৬৩ লট পণ্যে নিয়ে নিলাম হওয়ার কথা থাকলেও ১৮ জানুয়ারি আরো একটি লট পণ্য বাড়ানো হয়েছে। তাই ৬৪ লট পণ্য নিয়ে অনুষ্ঠিত হবে নিলাম। বছরের প্রথম নিলাম নিয়ে বিডারদের মাঝে বেশ আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এসএএআর

আরও পড়ুন