২৪ অক্টোবর ২০২৫

বজ্রপাতে নিহত পরিবারের হাতে জেলা প্রশাসকের নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় গত ১৪ সেপ্টেম্বর তারিখে বজ্রপাতে নিহত মনি বেগম এর স্বামী শরীয়ত উল্লাহ’র হাতে জেলা প্রশাসককের পক্ষথেকে মানবিক নগদ সহায়তার ২৫ হাজার টাকার চেক তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  বজ্রপাতে নিহত মনি বেগমের স্বামী শরীয়ত উল্ল্যার হাতে প্রশাসককের পক্ষথেকে মানবিক নগদ সহায়তার ২৫হাজার টাকার চেক তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার  তুষার আহমেদ। বজ্রপাতে নিহত মনিবেগম (খোদেজা) গুইমারা উপজেলার সদর ইউনিয়নের মুসলিম পাড়া ৫নং ওয়ার্ডের শরীয়ত উল্ল্যার স্ত্রী।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন,গুইমারা উপজেলায় গত ১৪সেপ্টেম্বর তারিখে বজ্রপাতে নিহত মনি বেগম’র স্বামী শরীয়ত উল্লাহ’র হাতে জেলা প্রশাসককের পক্ষথেকে  নগদ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয় খাগড়াছড়ি জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন