১৬ ডিসেম্বর ২০২৫

বদলাচ্ছে না পশ্চিমবঙ্গের নাম

বাংলাধারা ডেস্ক »

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করার প্রস্তাব খারিজ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রাজ্যের নাম পরিবর্তন করতে সংবিধান সংশোধন প্রয়োজন।

কিন্তু এ সংক্রান্ত কোনো প্রস্তাব পার্লামেন্টে না ওঠায় আপাতত ‘বাংলা’ হচ্ছে না পশ্চিমবঙ্গ।

রাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়াটি শুরু হয়েছিল ২০১৬ সালে। ওই বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পাসের পর গতবছর রাজ্য বিধানসভারও সায় পায় এ সংক্রান্ত প্রস্তাব।

এরপর নিয়মানুযায়ী প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। 

আনন্দবাজার পত্রিকা বলছে, রাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়ার অগ্রগতি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানতে চেলেছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তার জবাবে লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয় আইনসভায় তোলাই হয়নি।

“নাম পরিবর্তনের জন্য সংসদে বিল পেশ করে সংবিধান সংশোধনী আনতে হয়। কিন্তু সেটা করা হয়নি। তাই নাম পরিবর্তনের বিষয়টি ওই বিল পেশের ওপরই নির্ভর করছে।”

এর আগে সিপিএম সরকারও রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব এনেছিল। কিন্তু ওই প্রস্তাবও নাকচ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ