২৫ অক্টোবর ২০২৫

বদলীর ৬৩ দিনেও কর্ণফুলী ছাড়ছেন না এসআই রাজ্জাক

সিএমপি'র কর্ণফুলী থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলাম

সিএমপি’র কর্ণফুলী থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলামকে ৬৩ দিন আগে বদলি করা হলেও এখনো কর্ণফুলী থানা ছাড়ছে না বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি তাঁকে সিএমপির উপ পুলিশ কমিশনারের কার্যালয়ের এক আদেশে বন্দর থানায় বদলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

ওই আদেশে বলা হয়, এসআই মো. রাজ্জাকুল ইসলাম জরুরী ভিত্তিতে বন্দর সংরক্ষণ দপ্তরের মাধ্যমে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে ছাড়পত্র প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

পাশাপাশি অনুলিপি প্রদান করেছিলেন বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি), কর্ণফুলী জোনের সহকারি কমিশনার (এসি) ও কর্ণফুলী থানার অফিসার ইনচার্জকে (ওসি)।

কিন্তু বদলীর ৬৩ দিন পরও কর্ণফুলী থানা ছাড়ছেন না তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্তও কর্ণফুলীতে কর্মরত থেকে নিয়মিত থানায় আসা-যাওয়া করছেন বলে নিশ্চিত করেছেন স্বয়ং এসআই মো. রাজ্জাকুল ইসলাম।

বদলীর পরও কর্ণফুলী না ছাড়ার কারণ জানতে চাইলে বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘তাঁর থাকার বিষয়টি সম্পর্কে আমি অবগত। কারণ বঙ্গবন্ধু টানেলে গাড়ি দুর্ঘটনার একটি মামলার প্রতিবেদন দিতে একটু সময় লাগছে। ওটা কোর্টে গেলেই শিগগিরই তিনি বন্দর থানায় যোগদান করবেন।’

তবে এসআই মো. রাজ্জাকুল ইসলাম নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তিনি টানেলে সড়ক দুর্ঘটনা মামলার প্রতিবেদন (চার্জশিট) আদালতে প্রেরণ করেছেন।

এমনকি একটি নির্ভরযোগ্যতা সুত্র জানায়, উল্লেখিত পুলিশের ওই উপ-পরিদর্শককে কর্ণফুলী থানা থেকে অতি শিগগরই জনস্বার্থে বদলির আদেশ পাঠিয়েছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন আদালত।

আরও পড়ুন