বাংলাধারা ডেস্ক »
জনপ্রিয় ফেসবুক পেজ ‘বদ মেজাজ’-এর প্রধান অ্যাডমিন ও কন্টেন্ট নির্মাতা কবির হোসেন (২৪) মারা গেছেন।
সড়ক দুর্ঘটনায় আহতের দুই দিন পর সোমবার (১৮ জুলাই) ভোরে রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কবির কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের মৃত কামাল হোসেনের ছেলে। তার ফেসবুক পেজ ‘বদ মেজাজ’ দিয়ে আঞ্চলিক ভাষায় হাস্যকর গল্প ও বিভিন্ন বিষয়ের সমালোচনা শোনাতেন।
কবিরের বন্ধু একরাম হোসেন জানান, গত শনিবার রাতে নিজ এলাকা শিলমুড়িতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এক মোটরসাইকেল এসে কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন। তিনি বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর কবিরকে প্রথমে বরুড়া ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। নিউ লাইফ হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়েছে।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘শনিবার দুর্ঘটনার পর কবিরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিক্যাল নিয়ে যেতে বলি। পরে সেখান থেকে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকার নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে রবিবার তার ব্রেন ডেথ হয়ে যায়। পরে রাত সাড়ে ১১টায় চিকিৎসক ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে ভোর ৫টা পর্যন্ত লাইফ সাপোর্ট রাখেন চিকিৎসকরা। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়।’
সূত্র : বাংলা ট্রিবিউন













