৭ নভেম্বর ২০২৫

বন্দরটিলায় পানির ট্যাঙ্ক মিলল নারীর মরদেহ

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি ছাদের পানির ট্যাঙ্ক থেকে মর্জিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্জিনার স্বামী মো. হাসান নগরে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে নারীর স্বামী হাসান সাত মাসের শিশুকে বাড়িওয়ালার কাছে দিয়ে থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়েছিলেন।

নিহত মর্জিনা আক্তার (২০) নামের ওই নারীর বাড়ি পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার কেশবপুরে। নগরের বন্দর টিলা আয়শার মার গলির খলিল হুজুর ভবনের পঞ্চম তলায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, সাত মাস বয়সী শিশু সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে মর্জিনার স্বামী হাসান দুই দিন আগে তার স্ত্রী ঘরে আসলে তাকে দিতে বলে বের হয়ে যান। আবার শুক্রবার ইপিজেড থানায় স্ত্রী নিখোঁজের ডিজি করতে গিয়েছিলেন। শনিবার দুপুরে ছাদের পানির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে অন্যান্য ভাড়াটিয়ারা বাড়িওয়ালাকে বলেন। বাড়িওয়ালা পানি ট্যাঙ্ক খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ইপিজেড থানার উপ রিদর্শক (এসআই) চাংকু নাথ বলেন, পানির ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে মর্জিনার মৃত্যু হয়েছে। মর্জিনার স্বামী হাসান পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাংলানিউজ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ