৮ নভেম্বর ২০২৫

বন্দরটিলায় ‘বিষক্রিয়ায়’ দুই বোনের মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে ‘বিষক্রিয়ায়’ দুই বোনের মৃত্যুর কথা জানিয়েছেন তাদের স্বজনরা; যাদের একজন হাসপাতালে আসার পর এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফজিলা আক্তার (১৬) ও রাহিমা আক্তারের (২৪) মৃত্যু হয়। নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আয়শার মার গলিতে একটি বাসায় পোশাক কারখানার কর্মী এই দুই বোন ভাড়া থাকতেন।

মৃতদের বড় বোন নাজমা আক্তার বলেন, ‘সকাল ১১টার দিকে রাহিমা আমাকে ফোন করে জানায়- গতকাল রাতে বাসায় ছারপোকার ওষুধ দিয়ে তারা ভাত খেতে গিয়েছিল। কিছুক্ষণ পর থেকে তারা বমি করেন।’

প্রতিবেশীদের সহায়তায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ফজিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণ পর রাহিমারও মৃত্যু ঘটে বলে জানান তিনি।

নাজমা জানান, তাদের বাড়ি বরিশালে। রাহিমার শ্বশুরবাড়ি বাগেরহাটে। তার স্বামী সৌদি আরবে থাকেন। ছোট বোন ফজিলাকে নিয়ে রাহিমা বন্দরটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ‘বিষক্রিয়ায়’ দুই বোনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ