বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বেসরকারি ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করে ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টাকালে এক যুবক গ্রেফতার হয়েছে।
বুধবার ( ৩১ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে তরিকুল ইসলাম নামের এক যুবক বোমা সদৃশ্য একটি বস্তু নিয়ে ব্যাংকে প্রবেশ করে টাকা হাতানোর চেষ্টা করে।
পরে পুলিশ, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিটের অভিযানে সন্ধ্যা ছয়টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
আটক করার পর দেখা যায়, তরিকুল ইসলামের কাছে কোনো বোম্ব ছিল না। বোম্বসদৃশ্য বস্তু নিয়ে সে ব্যাংকে প্রবেশ করে টাকা হাতানোর চেষ্টা করেছে।
বন্দর জোনের এডিসি অলক বিশ্বাস বলেন, ‘চকরিয়ার বাসিন্দা তারিকুল ইসলাম নামে এক যুবক বন্দরটিলার ট্রাস্ট ব্যাংকে প্রবেশ করে নিজের কাছে বোম্ব আছে বলে ভয় ভীতি ছড়ায়। পরে ব্যাংক থেকে টাকা দাবি করে। এখবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। পরে দেখা গেল সে ভুয়া বোম্ব দিয়ে একাণ্ড ঘটান।’
তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বাংলাধারা/এফএস/এআই













