নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম বহিঃনোঙরে থাকা বৈদেশিক বাণিজ্যিক জাহাজগুলোর প্রয়োজনীয় রসদ সরবরাহ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত এজেন্সি। তবে কর্তৃপক্ষের অনুমতিত ব্যতীত প্রায়ই জাহাজের রসদ, গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পন্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে কিছু অসাধু ব্যবসায়ী। ঠিক একই কায়দায় জাহাজের মালামাল পাচারের সময় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
এসময় তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা মূল্যমানের বৈদেশিক মূদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১ হাজার শলাকা বিদেশী সিগারেট, ৭ টি মোবাইল সেট ও পাচারকাজে ব্যবহৃত স্পীড বোট জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তেতে জানা যায়, একটি অসাধু চক্র চট্টগ্রাম বহিঃনোঙরে অবস্থিত MV BAO YU জাহাজে বাংলাদেশ সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে খাদ্য দ্রব্য, গ্যাস সিলিন্ডার ও মোবাইল সিম কার্ড ডলারের বিনিময়ে পাচার করবে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযান চলাকালীন MV BAO YU জাহাজের পাশে ১ টি স্পিড বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক স্পিড বোটটি ধাওয়া করে আটক করা হয়। এসময় বোট ও বোটে থাকা ০৬ জন ব্যক্তিকে তল্লাশী করে আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যমানের বৈদেশিক মূদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১ হাজার শলাকা বিদেশী সিগারেট, ৭ টি মোবাইল সেট ও পাচারকার্যে ব্যবহৃত স্পীড বোটটি জব্দ করা হয়।
আটককৃত ৬ জন ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর