বাংলাধারা প্রতবিদেক »
চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি আইসডিি গুলো থেকে দ্রুত গতিতে আমদানি পণ্যের কন্টেইনার গতিতে খালাস নেওয়ার জন্য তাগিদ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (৯ আগষ্ঠ) চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতিকে চট্টগ্রাম বন্দরের টার্মমিনাল ম্যানেজার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেখানে শুক্র, শনি, রবি ও সরকারি ছুটির দিনগুলোতে যাতে অন্যান্য দিনের মতো কন্টেইনার ডেলিভারি নেওয়ার ব্যাপারে আহ্বান জানানো হয়।
এছাড়া পণ্যের সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখা এবং চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল, ফ্রোজেন ফুড এর এফসিএল কন্টেইনার কার্গোসহ সকল ধরণের আমদানি পণ্য দ্রুত ডেলিভারি নিতে অনুরোধ করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অফডফসমূহে অনুমোদিত পণ্যের অতিরিক্ত পণ্য সাময়িকভাবে সংরক্ষণ ও আনস্টাফিং করতে এবং উত্ত অফডফসমূত থেকে খালাসের জন্য অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী আমদানিকৃত পণ্যবাহিত কন্টেইনার চট্টগ্রামে অবস্থিত অফডফসমূহে সাময়িকভাবে সংরক্ষণ ও আনস্টাফিং করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর এবং অফডফসমূহে স্থিত আমদানিকৃত কন্টেইনার দ্রুত ডেলিভারি গ্রহণ করা প্রয়োজন। এতে চট্টগ্রাম বন্দর এবং অফডফসমূহে আমদানি রপ্তানি পণ্যবাহিত কন্টেইনার হ্যান্ডেলিং স্থিতিশীলতা অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআই













