২৯ অক্টোবর ২০২৫

বন্দরে কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বন্দরে রফতানি কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় গাড়ির ধাক্কায় বার্থ অপারেটর শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের ১১ নম্বর বার্থে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মনির (৫০)। তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজে তোলার জন্য ক্রেনের ক্যাবলের সঙ্গে যুক্ত স্প্রেডার কনটেইনার লাগানোর সময় একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বার্থ অপারেটর শ্রমিকের মৃত্যু হয়।

নিয়ম অনুযায়ী ওই শ্রমিকের পরিবারকে দুর্ঘটনার জন্য দায়ী পক্ষ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান বন্দর সচিব।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন