চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় গভীর রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি আকস্মিক মিছিল বের করলে তা থামাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় এক উপ-পরিদর্শককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সল্টগোলা এলাকায় হঠাৎ একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার অভিযানে গেলে এসআই আবু সাঈদ রানার ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসী শাকিল। এ সময় এসআই রানাকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় অভিযান চালাচ্ছে।
বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, “কালকের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটু পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।”
আরো বিস্তারিত আসছে …