২৩ অক্টোবর ২০২৫

বন্দরে চাকরি দেয়ার নামে ৩৫ লাখ টাকা আত্মসাৎ, অবশেষে গ্রেফতার প্রতারক

চট্টগ্রাম বন্দর সচিব পরিচয় দিয়ে বিভিন্ন পোস্টে চাকুরি দেয়ার নামে বিভিন্ন মানুষ থেকে ৩৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছে সেকান্দর আলী (৫৫) নামের এক প্রতারক।

রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী মো. কাশেমের দায়ের করা মামলায় কোতোয়ালী থানা পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশের ওসি মো. নেজাম উদ্দিন।

তিনি জানান, অভিযুক্ত সেকান্দর আলী নিজেকে বন্দর সচিব পরিচয় দিয়ে তার কিছু সহযোগির মাধ্যমে লোকজনকে বন্দরের বিভিন্ন পোস্টে চাকুরি দেয়ার নাম করে বিভিন্ন মানুষ থেকে অন্তত ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

নগরীর রিয়াজউদ্দিন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেমকে তার ছেলেকে বন্দরে চাকুরি দেয়ার কথা বলে বিভিন্ন দফায় ১৫ লাখ টাকা আত্মসাত করেছে। তার দেয়া অভিযোগের ভিক্তিতে প্রতারক সেকান্দর আলীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন