বাংলাধারা প্রতিবেদন »
ভিআইপি ইন্ডাস্ট্রিজের নামে টেক্সটারড ইয়ার্ন বা সূতা ঘোষণায় চীন থেকে আসা দুই কনটেইনারে মদ ও সিগারেটের চালানে ২০ কোটি ৪৮ লাখ টাকার শুল্কফাঁকির অপচেষ্টা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।
সোমবার (২৫ জুলাই) রাতে বন্দরের এনসিটির সিএফএস শেডে ইনভেন্ট্রি (কায়িক পরীক্ষা) শেষে এ তথ্য জানানো হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেনে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।
তিনি জানান, কাস্টমস হাউসের এআইআর এবং পিসিইউ শাখার ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় রফতানিকারক, পণ্য তৈরির দেশ, আমদানিকারকের ব্যবসায়ের ধরন, ঠিকানা, পণ্যের বর্ণনা ইত্যাদি বিশ্লেষণ করে এ দুইটি চালানে অসত্য ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। এরপর গত ২৩ জুলাই মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের চালান ও ১৪ জুলাই নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি কোম্পানি লিমিটেডের চালান এআইআর শাখা জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লক করে, যাতে বন্দর থেকে খালাস নিতে না পারে।
মঙ্গলবার (২৬ জুলাই) সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ৪০ ফুট লম্বা কনটেইনার দুইটির শতভাগ কায়িক পরীক্ষা (ইনভেন্ট্রি) করা হয়।
দুইটি চালানে ২ হাজার ৮৫৮টি কার্টনে ৩১ হাজার ৪৯২ দশমিক ৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য ৩ কোটি ৩৯ লাখ টাকা। এর সঙ্গে জড়িত রাজস্ব প্রায় ২০ কোটি ৬৮ লাখ টাকা।
ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি কোম্পানি লিমিটেডের নামে গত ১২ জুলাই বন্দরে আসা এ চালানের ঘোষণায় ছিল মেটারিয়ালস পলিপ্রপিলিন রেসিন। দুইটি চালানই চীনের নিংবাও বন্দর থেকে জাহাজে লোড হয়।
ভিআইপি ইন্ডাস্ট্রিজের নামে আসা কনটেইনারে ৫৩টি বস্তায় ৫৩ হাজার প্যাকেটে ১০ লাখ ৬০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটও পাওয়া যায়।
এ দুইটি চালান খালাসের লক্ষ্যে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল না হওয়ায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কারা নিশ্চিত হওয়া যায়নি।













