বাংলাধারা প্রতিবেদন »
বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর (আইসিডি) পরিবর্তে চট্টগ্রাম বন্দর থেকে তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামালের চালান খালাস নিতে চায় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে দেওয়া এক চিঠিতে বিজিএমই’এর প্রথম সহ-সভাপতি আবদুস ছালাম এই অনুরোধ জানান।
সরকারি সাধারণ ছুটি ঘোষণার পর পরিবহন সংকট এবং কাস্টম হাউসের কার্যক্রম সীমিত হওয়ায় বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়। এই সংকট কাটাতে জাতীয় রাজস্ব বোর্ড ১৯টি বেসরকারি আইসিডিতে ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ৩৮ ধরনের পণ্য স্থানান্তরের পাশাপাশি সকল ধরনের পণ্য স্থানান্তরের নির্দেশনা দেয়। গত ২৩ এপ্রিল এই নির্দেশনা জারি করা হয়।
বন্দর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে উল্লেখ বলা হয়েছে, গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার করোনা প্রতিরোধে সাধারণ ছুটিসহ লকডাউন ঘোষণা করায় তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা বা বন্ধ থাকায় উৎপাদনসহ সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে বন্দরে জাহাজ ও কন্টেইনার জট থেকে উত্তোরণের লক্ষ্যে ২৪ এপ্রিল থেকে তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামালের চালান বেসরকারি আইসিডি থেকে খালাস হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ বলা হয়, আইসিডিগুলোতে স্থান, ইক্যুইপমেন্ট ও শ্রমিক স্বল্পতায় পণ্য খালাসে দীর্ঘসূত্রিতাসহ প্রচুর সময়ক্ষেপণ হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বন্দর থেকে যেখানে ২ দিনের মধ্যে পণ্য খালাস করা যায় সেখানে বেসরকারি আইসিডি থেকে ৬-৭ দিন সময় লাগছে।
‘তাছাড়া প্রাইভেট আইসিডির চার্জ বন্দরের চেয়ে অনেক বেশি। বর্তমান সংকটময় মুহুর্তে অতিরিক্ত চার্জ আদায় করে আইসিডি থেকে পণ্য খালাস সম্ভব হচ্ছে না। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রফতানিতে সক্ষমতা হারাচ্ছে।’
এর ফলে বেসরকারি আইসিডির পরিবর্তে পুনরায় বন্দর থকে তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত চালান খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর চেয়ারম্যানকে অনুরোধ করে বিজিএমইএ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












