বাংলাধারা প্রতিবেদক »
আইসিডি থেকে নয় চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার খালাস করতে চায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের নিকট বিজিএমইএ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি আবদেন পত্র প্রেরণ করা হয়। যেখানে চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের জন্য আমদানিকৃত চালান চট্টগ্রাম বন্দর দিয়ে খালাসকরণের বিষয়ে আবদেন জানানো হয়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর পক্ষ থেকে জানানো হয়, আমদানিকৃত চালান আইসিডি থেকে ডেলিভারি নিলে ৬ থেকে ৭ দিন সময় লেগে যায়। বন্দর থেকে যেটি ডেলিভারি নিতে সময় লাগে ১ থেকে ২ দিন। যার ফলে যেমন সময় নষ্ট তেমনি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। তাই আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ড থেকে ডেলিভারি অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষকে আবেদন জানিয়েছে বিজিএমইএ।
এর আগেও করোনা মহামারিতে নানা জটিলতার কারণে বেসরকারি আইসিডি গুলোতে কন্টেইনার সরিয়ে নেয় বন্দর কতৃপক্ষ।
বাংলাধারা/এফএস/এআর













