৩০ অক্টোবর ২০২৫

বন্ধুকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন যুবক

বোয়ালখালী প্রতিনিধি »

দেশীয় অস্ত্র দিয়ে বন্ধুকে অস্ত্র মামলায় ফাঁসানোর ছক আঁকেন মো. তারেকুল ইসলাম (৩১)। যোগাড় করেন নানা ধরনের দেশীয় অস্ত্র। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। র‍্যাবের জালে পড়ে তারেক নিজেই এখন অস্ত্র মামলার আসামি হয়ে কারাগারে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রাম। একসময় তার কাছ থেকে পাঁচটি চাকু ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

গ্রেফতার তারেক বোয়ালখালীর ঘোষখীল এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

র‍্যাব জানায়, বোয়ালখালীর সিএনজি ড্রাইভার তৈয়ব এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার রিয়াজের সাথে বিরোধ রয়েছে তারেকের। তৈয়ব, রিয়াজ ও তারেক তিনজনই ছিলেন বন্ধু। বিরোধের জেরে রিয়াজ ও তৈয়বকে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করে আসছিল তারেক। এরই ধারাবাহিকতায় তাদেরকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নানা ধরণের অস্ত্র কয়েকদিন আগে জোগাড় করেন তারেক।

আরও পড়ুন