২৩ অক্টোবর ২০২৫

বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইতালির রোমে প্রধান উপদেষ্টা

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে পৌঁছেছেন গত শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল।

আজ (শনিবার) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে
সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সহ আরো অনেক বিশ্বনেতা, ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ।

যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় আড়াই লাখ মানুষের সমাগম হবে প্রত্যাশা ভ্যাটিক্যানের।

আরও পড়ুন