বাংলাধারা প্রতিবেদন »
গত শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পজিটিভ আসে। তার ছেলে বাস্কেট সুপাশপের স্টাফদের সাথে কন্ট্যাক্টে (সংস্পর্শে) ছিলেন। বাস্কেট কর্তৃপক্ষ বলছে ২৪ মার্চ পর্যন্ত ওই ছেলে তাদের প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাই আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বাস্কেট সুপারশপকে। বৃদ্ধের ছেলের টেস্ট রেজাল্ট কী আসে সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ। যদি তার রেজাল্ট পজিটিভ আসে তবে সবাইকে হোম কোয়ারেন্টাইন মানতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।
শনিবার (৪ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাস্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নগর পুলিশের বিশেষ শাখা। করোনাকাণ্ডে বাড়িঘর লকডাউনের বাইরে গিয়ে এই প্রথম কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হল চট্টগ্রামে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ‘দামপাড়া অধিবাসী যে বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার ছেলে বাস্কেটে চাকরি করতেন। আমরা সিটিএসবির পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছি।’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বাস্কেটের ওই স্টাফের রক্তের নমুনা টেস্ট হবে। টেস্ট পজিটিভ হলে বাস্কেটের সবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম













