বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের নিয়ন্ত্রণাধীন ভাল্লুকখাইয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল মান্নানের পরিবারকে তিন লাখ টাকার চেক প্রদান করেছে বনবিভাগ।
শনিবার (১৯ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। এ সময় তিনি বন্যহাতির আক্রমণে নিহত মান্নানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ শহীদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।
চেক বিতরণকালে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ, ১১বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল মো: রেজাউল করিম, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুরুল কবির, এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামসুদ্দিন মো: রেজা, বন কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ শহীদ বিজিবি পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮অক্টোবর নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির নিয়ন্ত্রণাধীন ভাল্লুকখাইয়া বিওপির কমান্ডার আবদুল মান্নান সীমান্তে দেশ মাতৃকার টানে চোরাচালান বিরোধী অভিযানে গেলে বন্যহাতির আক্রমণে মৃত্যুবরণ করেন।