রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমনে ১৪ বছর বয়সী এক কিশোরের নির্মম মৃত্যু হয়েছে।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ছনটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ফায়সাল পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিকের ছেলে ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবরটি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি।
স্থানীয়রা জানান, হাতিগুলো দীর্ঘদিন যাবৎ রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসতবাড়ি ভাংচুর করে। ওই হাতি দেখতে এসে হাতির নিকটে পৌছালে হাতির আক্রমনে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই ফয়সাল প্রাণ হারায়।
				












