সম্প্রতি ভয়াবহ বন্যার কবলিত ক্ষতিগ্রস্ত সকল জাতিগোষ্ঠির পরিবার পাশে সেনাবাহিনীর সহযোগিতা ভবিষ্যতে চলমান থাকবে বলে আশস্ত করেছেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এনডিসি, এফডব্লিউসি, পিএসি।
বৃহস্পতিবার (৩১আগষ্ট) সকালে সেনাজোনে বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহয়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এই কথা বলেন।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের ১০৭ জনের মাঝে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে ২২৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লক্ষ টাকা, আড়াই লক্ষ লিটার বিশুদ্ধ পানি ও ৪১৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, রিজিয়নের কর্মকর্তা মেজর শায়েক উজ জামান সহ ১৩ টি জাতিগোষ্ঠীর ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













