৭ নভেম্বর ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল চবির ‘আমরা একুশ’র অনুদান

বাংলাধারা প্রতিবেদক»

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে ৫০ পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ফোরাম ‘আমরা একুশ’।

শনিবার (১৩ আগস্ট) ফার্মিস গার্ডেন হোটেলের মিলনায়তনে এই সহায়তা গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন।

সিলেট সদর, সুনামগঞ্জ, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এলাকার গৃহহীন ৫০টি পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করেই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জহিরুল আলম।

এ সময়  সেলিনা মোমেন বলেন, সাধারণত প্রাক্তন ছাত্রদের সংগঠনের কার্যক্রম পুনর্মিলনী আর আনন্দ উৎসব আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ‘আমরা একুশ’ এর সদস্যরা শুধু তা না করে দুর্গত মানুষের পাশে থাকার এই যে উদ্যোগ নিয়েছেন, তা তাদের সামাজিক ও মানবিক দায়বোধের বহিঃপ্রকাশ।

এই মহতী উদ্যোগ এ ধরনের অন্যান্য সংগঠনসমূহের জন্য প্রেরণা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাধারা /এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ