৬ নভেম্বর ২০২৫

বন্য হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালীতে সংরক্ষিত বনে এক বাচ্চা হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা একাধিক আসামী দেখানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলি করে হাতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

বনবিভাগ সূত্র মতে, গত শুক্রবার রাতে খুটাখালী বনবিটের কেশখোলা নামক এলাকায় ৯ বছর বয়সী একটি বাচ্চা বন্যহাতি আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বনবিভাগকে খবর দেয়। পরদিন (শনিবার) সকালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে পাহারায় রেখে প্রাণী চিকিৎসক দিয়ে হাতিটির চিকিৎসা প্রদান করেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চা হাতিটি মারা যায়।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর গুলিতে হাতিটি হত্যা করা হয়েছে নিশ্চিত হয়ে মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি আমরাও খুনিকে সনাক্তে কাজ চালাচ্ছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ