২৩ অক্টোবর ২০২৫

বন্য হাতির আক্রমণে আতঙ্ক, মহাসড়ক অবরোধ

হাতির আক্রমণ থেকে রক্ষা ও হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের জন্য আবারও চট্টগ্রামের কর্ণফুলীতে কেইপিজেড এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আন্দোলনকারীরা জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণে প্রতিনিয়ত মানুষ মরছে। কিন্তু নানা পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করছে না কর্তৃপক্ষ। দাবি একটাই হাতির আক্রমণ থেকে বাঁচাতে হবে তাদের।

আবদুল গফুর স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের জীবনের নিরাপত্তা নেই। বার বার হাতির আক্রমণে মানুষ মরছে। আমরা এর সুরাহা চাই।’

এদিকে, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ। উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। শিশু কিশোর নিয়ে ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা করেছেন অনেকে।

এর আগে গত শনিবার (২২ মার্চ) হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন ভোর থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। যদিও দীর্ঘ ৬ ঘন্টা আন্দোলনের পর ৪ দিনের সময় নেয় প্রশাসন।

এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন