বাংলাধারা প্রতিবেদন »
বয়স্ক ভাতা উত্তোলন করতে গিয়ে ৮০ বছরের আব্দুল ছাত্তার নামে এক বৃদ্ধ
নিখোঁজ হয়েছেন। গত রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় নিখোঁজ হন তিনি।
জানাগেছে, বায়েজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপু সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতা উত্তোলন করতে গিয়েছিলেন নিখোঁজ বৃদ্ধ। এরপর তিনি বাড়ি ফিরেননি। নিখোঁজের সময় আব্দুল ছাত্তার এর গায়ে পড়ানো ছিল কালো লুঙ্গি ও সবুজ রংয়ের শার্ট।
এই রিপোর্ট লিখা পর্যন্ত কোন সন্ধান মেলেনি বলে নিশ্চিত করেন তার পরিবার। নিখোঁজের বিষয়ে তার মেয়ে রেহানা বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেন।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নির্দিষ্ট এই দুটি মোবাইল নাম্বারে 01862083250, 01634156102 যোগাযোগ করার অনুরোধ করেন তার পরিবার।
উল্লেখ্য, তিনি চাঁদপুর জেলা কচুয়া থানা মেগদাই গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। আব্দুল ছাত্তার নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলাবাজার ডেবারপাড় এলাকায় এক মেয়ে ও ৬ ছেলেসহ পরিবার-পরিজন নিয়ে ৩০ বছর ধরে বসবাস করে আসছেন।
বাংলাধারা/এফএস/এআর













