২৮ অক্টোবর ২০২৫

বরইগাছের কাঁটার আঘাতে গুরুতর আহত আফতাব আহমেদ

বাংলাধারা প্রতিবেদন »

বরইগাছের ডাল কেটে সাইজ করতে গিয়ে কাঁটার আঘাতে চোখে গুরুতর চোট পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার বর্তমান সময়ের জনপ্রিয় কোচ আফতাব আহমেদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর আসকারদিঘী পাড়স্থ নিজের বাসায় এই দুর্ঘটনা ঘটে। সন্তানদের নিয়ে বিকেলবেলা বাড়ির ছাদে যান সময় কাটাতে। গিয়ে দেখেন খুব এলোমেলোভাবে বড় হয়ে আছে বরইগাছের ডালগুলো। পরে সেগুলো কেটে সাইজ করতে গিয়ে চোখে আঘাত পান।

এরপর দ্রুতই আফতাবকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে চোখের ক্ষতের চিকিৎসা করা হয়। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন আফতাব। অন্তত সপ্তাহখানেক সময় লাগবেই সেরে উঠতে। পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে এই আঘাত সারাতে মাসখানেক সময়ও লাগতে পারে বলে জানিয়েছেন আফতাব।

তিনি আরও বলেন, ভাগ্য সুপ্রসন্ন থাকায় কাঁটাটি চোখের কর্নিয়ার ঠিক আগে এসে থেমে যায়। না হয় বড় ধরণের ক্ষতি হতে পারতো। এখন বাসায় বিশ্রামে আছি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন