৫ নভেম্বর ২০২৫

বরিশালে অপহৃত তরুণী কক্সবাজারে উদ্ধার, যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : বরিশালের কাউনিয়া থেকে অপহৃত তরুণীকে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ বরিশাল এবং র‌্যাব-১৫ কক্সবাজার। বরিশাল থেকে অপহরণের ২৪ ঘন্টার মাথায় কক্সবাজার পৌরসভার লালদীঘি এলাকার এক হোটেল থেকে অপহৃত ভিকটিমসহ অপহরণকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতার ওসমান সরোয়ার অভি (২১) কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লম্বরী এলাকার শামছুল আলমের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বরিশালের কাউনিয়া থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলা সূত্রে জানা যায়, গত ৮ মে সন্ধ্যা ৭টার দিকে জনৈক মো. সুমন ব্যাপারীর ভাগ্নি অপহৃত হন। তাকে কাউনিয়া থানার বিসিসি ১নং ওয়ার্ডস্থ পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের উপর হতে ওসমান সরোয়ার অভিসহ অজ্ঞাতনামা ২-৩ জন বিয়ের প্রলোভনে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে গত ১০ মে সন্ধ্যার দিকে কক্সবাজার জেলা সদরে পৌরসভাস্থ লালদীঘির পাড় এল আমিন জিলানী মার্কেটে র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১৫, কক্সবাজার যৌথ অভিযান চালায়। এসময় অপহরণকারী ওসমান সরোয়ার অভিকে গ্রেফতার এবং তার হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান সরোয়ার অভি উক্ত অপহরণের সাথে জড়িত বলে স্বীকার করেন। এ সংক্রান্ত বরিশাল কাউনিয়া থানার মামলা (নং-১৩/২০২৩, নারী ও শিশু নিযার্তন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারা) মোতাবেক ভিকটিম এবং গ্রেফতার আসামিকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ওসমান সরোয়ার অভির পরিবার ও তার বন্ধুদের দাবি, প্রেমের সূত্র ধরে কাউনিয়ার ওই তরুণী অভির কাছে চলে আসে। তারা দুজন আইন মতে বিয়ে করেছেন। তাদের হয়রানি করতেই এখন অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ