বাংলাধারা ডেস্ক »
ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাধনা রানীর (৪৫) বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তার স্বামীর নাম বাবুল চন্দ্র। গতকাল (শনিবার) রাত ১০টায় ডেঙ্গু জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী মারা গেলেন। বর্তমানে হাসপাতালটিতে ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৯৮ জন ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২ হাজার ২২ জন।
সূত্র : সারাবাংলা
বাংলাধারা/এফএস/এমআর/এএ













