২৪ অক্টোবর ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে হাটহাজারীতে মহান বিজয় দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামে হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উদযাপিত হলো মহান বিজয় দিবস উপলক্ষে পার্বতী স্কুল মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাটহাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ-ভূমি কমিশনার আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আবদুল আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসও সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন, উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান, মক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৬ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আ.লীগের অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট মো. আলী নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। অপর দিকে বিএনপির উদ্যােগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে দলের নেতা কর্মীরা।

আরও পড়ুন