৯ নভেম্বর ২০২৫

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ ফ্রি চিকিৎসা দিচ্ছে : সাংসদ নজরুল ইসলাম

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশের মুক্তিযোদ্ধারা এ পরিচিতি কার্ড পাচ্ছেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা অর্জন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নিজেদের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা, ফ্রি চিকিৎসা সেবা, যাতায়াত সুবিধাসহ বিদ্যুৎ, পানি গ্যাস, বিল পর্যন্ত মওকুফ করা হয়েছে। যাদের জমি আছে, ঘর নেই তাদের ঘর করে দেয়া হচ্ছে। আবার যাদের জমি ঘর কিছুই নেই তাদের সরকারের খাসজমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধাদের দাফনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা প্রদান করা হচ্ছে। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে। যা থেকে আগামী প্রজন্ম শিক্ষা নেবে।

আজ ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, মুক্তিযোদ্ধা যথাক্রমে জাফর আলী হিরু, ফেরদৌস ইসলাম খান, ইসলাম খাঁনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবরের সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলার ২২৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট, স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এর মধ্যে ১১২ জন মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ