১৩ ডিসেম্বর ২০২৫

বর্ষীয়ান আ. লীগ নেতা এম. এ গণির মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ এম. এ গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, এম. এ গনির মৃত্যু আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি। এম. এ গনি মুক্তিযুদ্ধকালীন সময়ে অনন্য ভ্রমিকা ও অবদানের কথা স্বরণ করেন তিনি। তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান এম. এ গনি যুক্তরাজ্যের লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনিস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ