বিনোদন ডেস্ক»
অবশেষে বলিউডে অভিষেক হতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের। পরিচালক জয়া আখতার পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমা ‘আর্চি’ এর মাধ্যমে বলিউডে তার অভিষেক হচ্ছে।
বলিউডের সিনেমায় এটি সুহানার প্রথম কাজ হলেও অভিনয়ে তিনি নতুন নন। লন্ডনে পড়াশোনার সময় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তে অভিনয় করেও নজর কেড়েছেন সুহানা।
নির্মাতা জয়া আখতারের ‘আর্চি’ ছবিটি মূলত টিনেজারদের জন্য এটি নির্মাণ করা হচ্ছে। অনেকদিন ধরেই এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য শিল্পী খুঁজছিলেন তিনি। শেষ পর্যন্ত চরিত্রটির জন্য সুহানাকেই বেছে নিয়েছেন।
বাবা শাহরুখ খানের পথ ধরে ২১ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। তাকে ঘিরে নির্মাতা জয়া আখতারের পাশাপাশি কিংখানের ভক্তদের রয়েছে অনেক প্রত্যাশা।
বাংলাধারা/এফএস/এফএস













