৫ নভেম্বর ২০২৫

বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার ( ২২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম উপস্থিত থেকে সমর্থন জানান।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার জায়গা। যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুক্ত চিন্তার স্বপ্ন দেখায়। বশেমুরবিপ্রবির উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাশবাহিনী লেলিয়ে দিয়েছেন। কিন্তু তিনি এখনও তার সিংহাসনে বসে আছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের অভিভাকরা তাদের সন্তানদের আমাদের হাতে তুলে দেয় আমাদের অভিবাবক মনে করে। অথচ আমরা তাদের পিটিয়ে জখম করছি।একজন ভিসি কোনভাবেই শিক্ষার্থীদের সাথে এরূপ আচারণ করতে পারে না।

এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বশেমুরবিপ্রবি উপাচার্য তার গুন্ডাবাহীনি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলার সঠিক বিচার এবং ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পদ থেকে অপসারণ করা হোক। বক্তারা আরও বলেন,স্বৈরতন্ত্র বিলুপ্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বশেমুরবিপ্রবি উপাচার্য সেই স্বৈরাতন্ত্রকেই জাগিয়ে তুলেছেন। যেটা শিক্ষার্থীরা মেনে নিতে পারেন না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মত প্রকাশের পরিবেশ সৃষ্টি হোক।

বক্তারা আরও বলেন, ছাত্র অান্দোলন কখনও বৃথা যায় নি। আমরা হামলাকারীদের বিচার ও উপাচার্যের পদত্যাগ চাই। যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে দেশের সকল শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ