লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের একটি বসতঘর থেকে চারটি মেছো বাঘের ছানা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় চরম্বার ৬নং ওয়ার্ডের গটিয়ার পাড়ার একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান বাংলাধারকে বলেন, ‘এলাকাবাসীরা বাঘের ছানা মনে করে সেগুলোকে ধরে আটকে রাখে। পরে আমাকে খবর দিলে আমি সেখানে গিয়ে দেখি সেগুলো মেছো বাঘের ছানা। তাৎক্ষণিক চুনতি বন বিভাগে ফোন করলে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছানা চারটিকে উদ্ধার করে নিয়ে যায়।’
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ বাংলাধারাকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে সেখানে বন-বিভাগের লোক পাঠায়। সেথান থেকে চারটি মেছো বাঘের বাচ্চাগুলো উদ্ধার করি।’
তিনি আরও বলেন, বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ। ছানাগুলোকে চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।’













