পটিয়া প্রতিনিধি »
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরী ৫০০ কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে হুইপের পক্ষে পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন। মামলা নং- ৪/২০২১।
২০০৮ সালে চট্টগ্রামের পটিয়া থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সামশুল হক চৌধুরী টানা তিনবারের সংসদ সদস্য। সামশুল হকের পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন চট্টগ্রাম চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক।
তিনি জানিয়েছেন, হুইপ ও তাঁর পুত্রের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সিরিজ নিউজ করে ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। যার কারণে ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকার এই মামলা করা হয়েছে। বিবাদীগণ স্বশরীরে আদালতে হাজির হয়ে মামলার জবাব দিতে হবে।
মামলাটি আদালত আমলে নিয়ে সমন ইস্যুর আদেশ দেয় এবং আগামী ২৩ সেপ্টেম্বর সমন ফেরতের দিন ধার্য্য করা হয়।
বিবাদীরা হলেন- বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালেরকন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের ঢাকা প্রতিনিধি সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম ব্যুরো রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি মো. সেলিম, চট্টগ্রাম প্রতিনিধি এসএম রানা, নিউজ-২৪ এর সম্পাদক নঈম নিজাম, বাংলা নিউজ২৪ ডক এর সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।
বাংলাধারা/এফএস/এআই













