২৭ অক্টোবর ২০২৫

বস্তিতে আগুন লাগার খবর শুনে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের সদরঘাট থানার আগ্রাবাদ ডিটি রোড এলাকার একটি বস্তিতে আগুনে ৩৩টি ঘর পুড়ে গেছে। বস্তিতে আগুন লাগার খবর শুনে আব্দুল জলিল (৭০) নামের এক বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্ট্রোকে মারা যাওয়া আব্দুল জলিল ওই বস্তিতে ভাড়া বাসায় থাকতেন।

শনিবার (১১ ‍ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে এিই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, রেলওয়ে বস্তিতে আগুন লাগার খবর শুনে ওই বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

এর আগে শনিবার ভোর ৪টা ২০ মিনিটে আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা ৪০ মিনিট চেষ্টা করে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন