চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় যুবলীগের আকস্মিক এক ঝটিকা মিছিলে জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগর যুবলীগের নেতা হানিফ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, “১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস”।
এঘটনায় অভিযানে ৫ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন চান্দগাঁও থানাধীন মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ দিদারুল আলম (৩৩), একই থানাধীন মোঃ ছালে জহুর চৌধুরীর সন্তান মোঃ শাহেদ (২৬), দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া থানাধীন মৃত কালু মিয়ার সন্তান মোঃ আরিছ উদ্দিন (২৫), মোহাম্মদ জুয়েল (২৮) সুমন প্রকাশ বান্ডিয়া ছাত্রলীগ কর্মী পিতা জাকির মাঝি ।
এসময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দেন। মিছিলে অংশ নেন যুবলীগের একাধিক নেতাকর্মী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, “মিছিলটি খুব ভোরে হয়। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং সেখান থেকে তিনজনকে আটক করি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এআরই/ এএস/বাংলাধারা