২৩ অক্টোবর ২০২৫

বহিষ্কারের জবাবে লিজার আইনি নোটিশ, প্রমাণ চেয়ে আল্টিমেটাম

বহিষ্কারের প্রতিবাদে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী ফাতেমা আক্তার লিজা। ওই নোটিশে সাত দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি সামাজিক ও ইলেকট্রনিক মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে ১৭ মে (শনিবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখা এক বিজ্ঞপ্তিতে ফাতেমাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। আহ্বায়ক আরিফ মঈনউদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকসেবন এবং অশালীন ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল দুটি ভিডিও ক্লিপে একটি তরুণীকে ভ্যাপ (Vape) জাতীয় দ্রব্য গ্রহণ করতে এবং অন্যটিতে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। ভিডিওতে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ সেগুলো ডিপফেইক নয় বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তবে ওই তরুণী ফাতেমা আক্তার লিজা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে ওই রাতেই ফাতেমা আক্তার লিজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, “আমার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন, তারাই প্রকৃত মাদকসেবী। আমি আল্টিমেটাম দিচ্ছি—দুই ঘণ্টার মধ্যে প্রমাণ না দিলে আমি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “আমার ব্যক্তিজীবন নিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য, একই বিজ্ঞপ্তিতে সংগঠনের আরও দুই নেতা—যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈম ও সংগঠক শাহরিয়ার সিকদারকেও বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের হাতে আটকের অভিযোগ রয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন