৫ নভেম্বর ২০২৫

বহুরূপী প্রতারক রিয়াদ; সেনাবাহিনী, র‌্যাব-ডিবিসহ বিভিন্ন পরিচয়ে প্রতারণা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীর পোল এলাকা থেকে সেনাবাহিনী, র‌্যাব, ডিবি পুলিশ কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তা ইত্যাদি পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রিয়াদ বিন সেলিম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গ্রেফতার মো. রিয়াদ বিন সেলিম পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার মো. সেলিম উদ্দীনের ছেলে। পেশায় সে একজন গাড়িচালক।

বিষয়টি নিশ্চিত করেছে, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুব আলম।

তিনি বলেন, গ্রেফতার রিয়াদ বিন সেলিম পেশায় মূলত একজন গাড়ি চালক। সে গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত একজন কর্মকর্তার ব্যক্তিগত চালক হিসেবে চাকরি করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গ্রেফতার রিয়াদ আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা প্রেরণ করে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির হুমকি দেয়। আবু সুফিয়ান এ ব্যাপারে র‌্যাব-৭ এ লিখিত অভিযোগ করলে প্রতারক রিয়াদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। নগরের চান্দগাঁও থানার হাজীর পোল এলাকার একটি বাড়ির ২য় তলায় অবস্থান করার খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত সেনাবাহিনীর ক্যামোফ্লাজ রঙের একটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও অন্যান্য ব্যাগ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল পরিচয়পত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

তিনি আরও জানান, সকল পরিচয় একাধিকবার ব্যবহার করে ফেলায় তার শখ জাগে র‌্যাবের কর্মকর্তা হওয়ার। এই উদ্দেশ্যে রিয়াদ মোবাইল নম্বরের সঙ্গে র‌্যাব ফোর্সেস এর মনোগ্রাম যুক্ত করে। র‌্যাবের সরকারি মোবাইল নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে ০১৭৭৭ সিরিজের একটি মোবাইল নম্বরও সংগ্রহ করে। নিজেই হোয়াটসঅ্যাপ ও কন্টাক্টে AD Operations, RAB H/Q লিখে তা সেইভ করে রাখে। এই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ওয়ারেন্ট ও মামলার কথা বলে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। সর্বশেষ চট্টগ্রাম জেলার বিভিন্ন রাজনীতিক ও জনপ্রতিনিধিকে হোয়াটসঅ্যাপে-ম্যাসেঞ্জারে চট্টগ্রামের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করে।

গ্রেফতার রিয়াদের বিরুদ্ধে নগরের চকবাজার থানায় নারী নির্যাতনের মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ