৭ নভেম্বর ২০২৫

বহু মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার আবছার গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীর দুর্ধর্ষ ডাকাত সর্দার একাধিক মামলার আসামি নুরুল আবছারকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবছার উপজেলার পশ্চিম খিতাপচর মোল্লা বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন ডাকাত আবছারের বিরুদ্ধে, বোয়ালখালী ও পটিয়া থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই-বাছাই করা হয়।

আবছারের বিরুদ্ধে ২০২২ সালের ২৮ নভেম্বর মাদক আইনে দায়েরকৃত একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় আবছারকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ