২৪ অক্টোবর ২০২৫

বাঁকখালী নদীতে ব্রাজিলের দীর্ঘ পতাকা টাঙিয়ে ভক্তের উল্লাস

কক্সবাজার প্রতিনিধি »

কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনও সপ্তাহ বাকি। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানান রকম অবাক কাণ্ড। এ ধারাবাহিকতায় কক্সবাজারেরর প্রধান নদী বাঁকখালী বুকে বাঁশ দিয়ে ১০০ ফুট লম্বা পতাকা প্রদর্শন করেছেন রামু উপজেলার পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া গ্রামের ছোটন বড়ুয়া নামে এক ব্রাজিল সমর্থক।

বাঁকখালীর বুকে টাঙানো পতাকাটি দেখত বিভিন্ন জায়গা থেকে আসছেন ব্রাজিল সমর্থকসহ সাধারণ মানুষ। বিশ্বকাপ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এখন এলাকাবাসীর প্রধান আলোচনার বিষয়।

পতাকাটি টাঙানো ব্রাজিল সমর্থক ছোটন বড়ুয়া বলেন, ব্রাজিলের নৈপুণ্যময় খেলার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা। ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। আমাদের বিশ্বাস এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

এদিকে, বাঁকখালী নদীর তীরে ব্রাজিলের পতাকা দেখতে আসা রাসেল মাহমুদ বলেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ব্রাজিলের পতাকা বিভিন্ন আকারে তৈরি করা হচ্ছে। বাঁকখালী কক্সবাজারের প্রধান নদী, এই নদীতে ব্রাজিলের পতাকা ভিন্নধর্মী উপস্থাপন দেখতে এসেছি।

বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার দূরের দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। দূরত্ব ছাপিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার ঢেউ ছড়াচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে।

কক্সবাজার জেলা ফুটবল টিমে কোচ মাসুদ আলম বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই উম্মাদনা। বিশ্বকাপ দর্শকদের মাঝে নতুন আমেজ সৃষ্টি করে। বাংলাদেশের ফুটবল দর্শকরা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল বা আর্জেন্টিনারই বেশি সমর্থক।

তিনি আরও বলেন, বিশ্বকাপের আনন্দ বর্তমানে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে। যারা নদীর উপর ব্রাজিলের এত বড় পতাকা টাঙিয়ে প্রদর্শন করেছে, তারা দলটির প্রতি তাদের হৃদয়ের ভালবাসা থেকেই করেছে বলে মনে হয়।

আরও পড়ুন