আবুধাবি প্রতিনিধি »
আবুধাবি প্রবাসী কল্যান সমিতির উদ্যোগে ক্যান্সার আক্রান্ত বাপ্পীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সমিতির পক্ষ থেকে আহবান করা হয়েছে বিত্তবানদের পাশে দাঁড়ানোর।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ হাসপাতালে দীর্ঘ আট মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে চলেছেন সাইফুল ইসলাম বাপ্পী।তিনি ফেনী জেলার দাগন ভূইয়া উপজেলার বাসিন্দা।
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবুধাবি প্রবাসী কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে সমিতির কয়েকজন সদস্য হাসপাতালে তার সার্বিক পরিস্থিতি জানতে উপস্থিত হন।
এ সময় তার সাথে বাপ্পীর চাচা ও দায়িত্বরত চিকিৎসক বলেন, বাপ্পির চিকিৎসার অংশ হিসেবে এখন দ্রুততম সময়ের মধ্যে তার ব্রোন -ম্যারু ট্রান্সপ্লান্ট প্রয়োজন। আর এই চিকিৎসার জন্য আজই তাকে ইন্ডিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
কিন্তু এই প্রক্রিয়াটা অত্যন্ত ব্যয়বহুল যা বাংলাদেশি টাকায় ৭০ লাখ টাকার অধিক।
রোগী সাইফুল ইসলাম বাপ্পী বলেন, এই চিকিৎসার ব্যয়ভার বহন করার সক্ষমতা আমার বা আমার পরিবারের নেই।
তাই ব্যয়বহুল চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোকে মানবিক সহায়তার জন্য পাশে দাড়ানোর আকুল আবেদন জানান বাপ্পি।
এসময়ে আবুধাবি প্রবাসী কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, আবুধাবির ( মুসাফফার) নানান পেশার ব্যক্তি ও নিজ সংগঠন আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতি থেকে সংগৃহীত মানবিক সহায়তার একটি অনুদান বাপ্পীর চাচা মোহাম্মদ ফারুক এর নিকট হস্তান্তর করেন।
হাসপাতালে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবুধাবি প্রবাসী কল্যান সমিতির (সহঃসভাপতি)নুর আলম রুবেল,উপদেষ্টা সাইফুল ইসলাম, ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন।
মানবিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা সংগঠনগুলো উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি অ্যাকাউন্টে সাহায্য প্রদান করতে পারবেন।
নজরুল ইসলামঃ বিকাশ নাম্বার – 01868791689। ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত নামঃ নজরুল ইসলাম A/C- 1741517968 ব্রাঞ্চ- দাগন ভূইয়া, ফেনী ডাচ-বাংলা ব্যাংক।
বাংলাধারা/এফএস/এইচএফ













