১৬ ডিসেম্বর ২০২৫

বাঁশখালীতে অটোরিকশা চালাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালু করতে গিয়ে সাইদুল ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের হক সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ রিদোয়ানের ছেলে।

নিহতের চাচা আবদুল্লাহ আল মামুন বলেন, ‌‘বাড়িতে অটোরিকশা চার্জে থাকা অবস্থায় সাইদুল ইসলাম চালকের আসনে বসে চাবি দিয়ে গাড়িটি চালু করে। সাথে সাথেই গাড়িটি উল্টে যায়। এ সময় সে বুকে ও মাথায় আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল করিম সুজন বলেন, দুর্ঘটনার পরই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, পূর্ব চাম্বল এলাকায় এক স্কুলছাত্র অটোরিক্সা উল্টে মারা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, নিজেদের ভুলেই প্রাণ যায় ছেলেটির। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ